প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ উইন্ডিজের
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
বিসিবি একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় রান তুলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ৩৩১ রান। জয় দিয়ে প্রস্তুতি শেষ করতে হলে তামিম-সৌম্যদের করতে হবে ৩৩২ রান।
প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। দারুণ শুরু করে তারা। ওপেনিং জুটিতে শাই হোপ এবং কিয়েরন পাওয়েল তোলেন ১০১ রান। তাদের ওপেনিং জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। মধ্যে ড্যারেন ব্রাভো এবং সিমরন হেটমায়ারও ভালো ব্যাট করেন। তবে মারলন স্যামুয়েলস এবং অধিনায়ক রোভম্যান পাওয়েল রান পাননি। স্যামুয়েলস করেন ৫ রান। আর রোভম্যান কোন রান না করেই ফেরেন।
এরপর অলরাউন্ডার রোস্টন চেজ এবং ফ্যাবিয়ান অ্যালেন দ্রুত রান তোলেন। চেজ করেন ৫১ বলে ৬৫ রানের হার না মানা ইনিংস। আর অ্যালেন ৩২ বলে ৪৮ রান করেন। তাদের জুটি থেকে আসে ৭৮ রান। শেষ পর্যন্ত তাদের রানের গতি তিনশ' ছাড়িয়ে আরও বেশ দুরে গিয়ে থামে।
বাংলাদেশের হয়ে রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু এবং মেহেদি হাসান রানা দুটি করে উইকেট নেন। মাশরাফি ৮ ওভার হাত ঘুরিয়ে ৩৭ রান দিয়ে এক উইকেট নেন। এছাড়া শামীম পাটোয়ারি পান একটি উইকেট। বাংলাদেশের হয়ে কেবল মাশরাফি ওভার প্রতি পাঁচের নিচে রান দিয়েছেন। এছাড়া রুবেলের বোলিং ছিল কিছুটা নিয়ন্ত্রিত। তিনি ১০ ওভারে দেন ৫৫ রান। বাকিরা ওয়েস্ট ইন্ডিজের রান চাকা থামাতে পারেননি।
© স্বত্ব | সমকাল ২০০৫ - ২০১৮
সংশ্লিষ্ট খবর
মন্তব্য যোগ করুণ
↓
পরের
খবর
রিয়ালে ফিরতে চান রদ্রিগেজ
আরও খবর

ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
দুই বছরের জন্য রিয়াল মাদ্রিদ থেকে ধারে বায়ার্ন মিউনিখে খেলতে যান হামেস রদ্রিগেজ। কয়েক মাস পর সেই সময় পূর্ণ হবে। তার আগেই জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদে ফেরার কথা, 'রিয়ালের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। এটা আমার বাড়ির মতো, যেখানে সবাই আমাকে অনেক আপন করে নেয়, অনেক ভালোবাসে।'
মোনাকো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর খুব বেশিদিন থাকা হয়নি স্পেনে। লস ব্লাঙ্কোসদের স্কোয়াডে থাকলেও প্রায় সময় তাকে দেখা যেত সাইড বেঞ্চে। এরপর জিনেদিন জিদানের জামানায় হামেসকে বায়ার্নে পাঠিয়ে দেয় রিয়াল। কথা ছিল দুই বছর সেখানে খেলবেন তিনি, এরপর বায়ার্ন চাইলে তার সঙ্গে চুক্তি পাকাও করতে পারবে। এই জুনে শেষ হবে দুই বছরের মেয়াদ। তার আগে হামেসের রিয়াল-প্রীতি হয়তো চিন্তায় ফেলতে পারে বাভারিয়ানদের।
বায়ার্নে যোগ দেওয়ার পর খুব একটা খারাপ পারফর্ম করেননি রদ্রিগেজ। এখন পর্যন্ত ৩৬ ম্যাচে অংশ নিয়ে করেছেন ১০ গোল। যদিও এই পারফর্ম খুব একটা উল্লেখ করার মতোও নয়। সে ক্ষেত্রে বায়ার্ন কি কলম্বিয়ান উইঙ্গারকে রেখে দেবে? উত্তরটা এ মুহূর্তে দেওয়া একটু মুশকিল। তবে যতদূর শোনা যাচ্ছে, বায়ার্ন চাইছে হামেস স্পেনে না ফিরুক।
রিয়ালেরও তারকা প্রয়োজন! ক্রিশ্চিয়ানো রোনালদো যাওয়ার পর আক্রমণভাগে এখনও বড় কোনো তারকাকে নিতে পারেনি তারা। সে জন্য অবশ্য কম কথা হচ্ছে না। যদিও শীতকালীন দলবদলের সময় রিয়াল প্রধান পেরেজ একটা আভাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, গ্রীষ্মকালীন দলবদল সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছে। পেরেজের কথা-কাজে মিলে গেলে হয়তো একাধিক নতুন তারকার দেখা মিলতেও পারে সান্তিয়াগো বার্নাব্যুতে। সেইসঙ্গে রদ্রিগেজকে পেলেও মন্দ কী।
© স্বত্ব | সমকাল ২০০৫ - ২০১৮
সংশ্লিষ্ট খবর
↓
পরের
খবর
চকবাজারের ঘটনায় তামিম, মুস্তাফিজ, মাহমুদুল্লাহদের শোক
আরও খবর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯

অনলাইন ডেস্ক
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল, অলরাউন্ডার মাহমুদুল্লাহ, পেসার মুস্তাফিজরা আলাদা আলাদাভাবে শোক প্রকাশ করেছেন।
ফেসবুকে তামিম হতাহতের ঘটনায় সবার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। বাংলাদেশ দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজ তার নিজস্ব ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, 'ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।'

বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ শোক প্রকাশ করেছেন। তিনি ফেসবুক বার্তায় লিখেছেন, 'হতাহতের প্রতি আমার প্রার্থনা এবং সহমর্মিতা। তাদের পরিবারের শোক সামলানোর শক্তি দাও আল্লাহ।' ফেসবুক পোস্টে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন। আলাদা পোস্টে তিনি অগ্নিকাণ্ডে আহতদের রক্ত দেওয়ার আহ্বান জানিয়েনে।
রুবেল লিখেছেন, 'এই মুহূর্তে যারা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজারের অগ্নিকান্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।' এছাড়া তাসকিন আহমেদ, সৌম্য সরকার এবং সাব্বির রহমান ফেসবুকে দিয়েছেন এক পোস্টটি।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার ওই অগ্নিকাণ্ড নিয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।
© স্বত্ব | সমকাল ২০০৫ - ২০১৮
সংশ্লিষ্ট খবর
↓
পরের
খবর
চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য রক্ত চাইলেন রুবেল
আরও খবর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯

অনলাইন ডেস্ক
'এই মুহূর্তে যারা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজারের অগ্নিকান্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। নয়তো, পারলে এই বার্তাটি ছড়িয়ে দিন সবার মাঝে....।'
নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন। ওয়ানডে সিরিজ খেলে তাদের দেশে ফেরার কথা বৃহস্পতিবার। সেখানে থেকেই চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোক জানালেন রুবেল হোসেন। এছাড়া যারা আহত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি।
এর আগের পোস্টে শোক জানিয়ে তিনি খেলেন, 'আল্লাহ চকবাজারে যেন আর মৃতের সংখ্যা না বাড়ে। ভয়াবহ এই অগ্নিকান্ডে যারা মারা গিয়েছেন মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন...। হে আল্লাহ আপনি নিহতদের পরিবারেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।'
এছাড়া বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল ফেসবুকে অগ্নিকান্ডে নিহত-আহতের ঘটনায় শোক জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, 'চকবাজারের ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করুণ। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দিন।'
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টার ওই অগ্নিকাণ্ড নিয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।
© স্বত্ব | সমকাল ২০০৫ - ২০১৮
© স্বত্বাধিকার সংরক্ষিত
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭ (প্রিন্ট পত্রিকা), +৮৮০১৮১৫৫৫২৯৯৭ (অনলাইন) । ইমেইল: ad.samakalonline@outlook.com